শিষ্যদের উপর খুশি আর্জেন্টিনা কোচ 

জয় দিয়ে আর্জেন্টিনা অধ্যায় শুরু করতে পারায় শিষ্যদের উপর খুশি আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউসা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 09:23 AM
Updated : 2 Sept 2016, 12:28 PM

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিটে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পাওলো দিবালা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এর পরও গোলটি ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় শিষ্যদের প্রশংসায় ভাসান বাউসা। 

“১১ জন খেলোয়াড় থাকা পর্যন্ত আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি এবং বল ধরে রেখে আমরা পার্থক্য গড়ে দিয়েছি।”

“একজন খেলোয়াড় কম নিয়ে আমরা আমাদের খেলা চালিয়ে গেছি। আমাদের শুধু প্রতিআক্রমণে একটু ঘাটতি ছিল। আমরা এমন একটি ম্যাচ জিতেছি যেটা সব সময়ই কঠিন। উরুগুয়ে কঠিন এক প্রতিপক্ষ।”

কুঁচকির ব্যথা নিয়ে খেলেও আর্জেন্টিনার জয়ের নায়ক অধিনায়ক মেসি। ম্যাচ শেষে তারকা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসান বাউসা। 

“ব্যথা থাকার পরও মেসি দারুণ একটি ম্যাচ খেলেছে। সে কুঁচকির চোটে ভুগছে। যাদের এমন হয়েছে তারা জানে এটা কতটা যন্ত্রণাদায়ক।"