সেইন্টফিটের অধীনে বড় হারে শুরু বাংলাদেশের

বাংলাদেশের কোচ হিসেবে টম সেইন্টফিটের শুরুটা হলো বড্ড বাজে। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের কাছে ৫-০ ব্যবধানে উড়ে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 06:38 PM
Updated : 1 Sept 2016, 07:33 PM

বৃহস্পতিবার রাতে মালেতে মালদ্বীপের পক্ষে হ্যাটট্রিক করেন আসাদুল্লাহ আব্দুল্লাহ। অপর দুই গোল হামজাথ মোহাম্মদ ও ইসমাইল ইসার। এ নিয়ে টানা তিন ম্যাচ মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ।

মামুনুল ইসলাম, জামাল ‍ভূইয়া, জুয়েল রানার মতো নির্ভরযোগ্যদের দেশে রেখে মালদ্বীপ মিশনে যান সেইন্টফিট। তার শিষ্যদের শুরুটা মোটামুটি ভালোই ছিল; কিন্তু দ্বিতীয়ার্ধে উড়ে যায় সেইন্টফিটের দল।

ষষ্ঠ মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। বক্সের মধ্যে শাখাওয়াত হোসেন রনির শট কর্নারের বিনিময়ে ফেরার মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ ইমরান।

২৩তম মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে বাংলাদেশের সোহেল রানার নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান ইমরান। ৩২তম মিনিটে জাফর ইকবালের হেড মালদ্বীপের পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ভালো একটি সুযোগ নষ্ট করেন মালদ্বীপের ইমাজ আহমেদ। আসাদুল্লাহর বাড়ানো বলে আশফাক আলির ক্রস বক্সের মধ্যে পেয়েও পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ; ডান দিক থেকে আহমেদ আব্দুল্লাহর বাড়ানো ক্রসে নিখুঁত টোকায় বল জালে জড়ান আসাদুল্লাহ। সাত মিনিট পর বাঁ দিক থেকে আশফাকের বাড়ানো ক্রস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন আসাদুল্লাহ।

৭৮তম মিনিটে আশফাকের তৈরি করে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্কোরলাইন ৩-০ করেন বদলি নামা হামজাথ।

আহমেদের বাড়ানো বল ধরে ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন আসাদুল্লাহ। এরই সঙ্গে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মালদ্বীপকে পঞ্চম গোল এনে দেন ইসা।

আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।