জার্মানির নতুন অধিনায়ক নয়ার

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামার আগে অধিনায়ক হিসেবে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারের নাম ঘোষণা করেছে জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 01:37 PM
Updated : 1 Sept 2016, 03:33 PM

আগের অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

দেশটির অধিনায়ক হওয়ার দৌড়ে ৩০ বছর বয়সী নয়ারের সঙ্গে ছিলেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোম বোয়াটেং ও মাটস হুমেলস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস আর ইউভেন্তুসের সামি খেদিরা।

২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানির ফিলিপ লামের জায়গায় জার্মান দলের নেতৃত্ব পেয়েছিলেন শোয়াইনস্টাইগার। কিন্তু ২০১৬ ইউরো শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। 

গত বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে জার্মানির হয়ে শেষবার মাঠে নামেন শোয়াইনস্টাইগার।

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী রোববার নরওয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জার্মানি। ‘সি’ গ্রুপে তাদের বাকি চার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, নর্দার্ন আয়ারল্যান্ড, আজারবাইজান ও সান মারিনো।