মেসির মুখোমুখি হওয়ার অপেক্ষায় উরুগুয়ের মুসলেরা

আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 09:54 AM
Updated : 1 Sept 2016, 09:54 AM

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর সাড়ে ৫টায়।

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনায় মত বদলে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনা তারকা।

মেসির ফেরার ঘোষণার পরেই তাকে নিয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউসা। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে বাউসা জানান, উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য আর্জেন্টিনা অধিনায়ক 'ফিট' আর তৈরি আছেন।

মুসলেরা বলেন, “আমাদের জন্য মেসির মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটা চমৎকার।”

শুধু মেসিই নন, মুসলেরা নিজের দল উরুগুয়ের ফরোয়ার্ডদেরও প্রশংসায় ভাসান।

“মেসির মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠে খেলা, শুধু তার সঙ্গেই নয়-লুইস (সুয়ারেস), এদির (এদিনসন কাভানি) মতো শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলাটা দারুণ, খুব উপভোগ্য এবং এটা ম্যাচকে আরও আকর্ষণীয় করে।”

এই ম্যাচের আর্জেন্টিনা দলে নেই গনসালো হিগুয়াইন। চোটের কারণে খেলতে পারবেন না সের্হিও আগুয়েরো। এর পরও আর্জেন্টিনার আক্রমণভাগ দারুণ সমৃদ্ধ। উরুগুয়ের আক্রমণভাগও সমীহ পাওয়ার যোগ্য বলে মনে করেন মুসলেরা।

“এটা খুব নিশ্চিত যে তারা আমার গোলে আসতে চেষ্টা করবে;… কিন্তু তাদেরও আমাদের স্ট্রাইকারদের নিয়ে সজাগ থাকতে হবে।”