কনুই দিয়ে আঘাত করায় অভিযুক্ত আগুয়েরো

ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করার জন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সের্হিও আগুয়েরোর বিরুদ্ধে অভিযোগ এনেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 10:23 AM
Updated : 31 August 2016, 02:52 PM

আগামী ১০ সেপ্টেম্বর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই খেলতে হতে পারে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিকে।

নিজেদের মাঠ ইতিহাদে গত রোববার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারায় সিটি। ম্যাচের ৭৬তম মিনিটে লম্বা করে বাড়ানো একটি বলের দখল নিতে গিয়েছিলেন আগুয়েরো আর ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার রিড। ভিডিও রিপ্লেতে দেখা যায় আগুয়েরোর কনুই রিডের গলায় লাগে। রিড পরে চোট নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের রেফারি ঘটনাটি তার ম্যাচ রিপোর্টে রাখেননি। এফএ এক বিবৃতিতে বলে, “সের্হিও আগুয়েরোর বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে, যেটা ম্যাচের রেফারিরা দেখেননি কিন্তু ভিডিওতে ধরা পড়েছে।”

এই অভিযোগের জবাব দেওয়ার জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আগুয়েরোকে।

অভিযোগ প্রমাণিত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আগুয়রোর। সে ক্ষেত্রে ইপিএলে ইউনাইটেড আর বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের পর লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষেও খেলা হবে না তার।