মেসি-সুয়ারেস-নেইমারের বিকল্প হিসেবে বার্সায় আলকাসের

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া আক্রমণভাগে বিকল্প বাড়াতে গ্রীষ্মকালীন দল বদলের পুরোটা সময় ধরেই এক জন ফরোয়ার্ড দলে নেওয়ার প্রচেষ্টায় ছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। অবশেষে ভালেন্সিয়া থেকে স্পেনের স্ট্রাইকার পাসো আলকাসেরকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 02:34 PM
Updated : 30 August 2016, 02:34 PM

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে তিন কোটি ইউরোর বিনিময়ে আলকাসেরকে কেনার ঘোষণা দেয় স্পেনের ক্লাবটি। এর সঙ্গে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়।

তিন বছরে লা লিগায় ৩০ গোল করা ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে স্পেনের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ মেধাবী ফুটবলার বিবেচনা করা হয়।

গত বছর কোচ গ্যারি নেভিলের অধীনে ভালেন্সিয়ার অধিনায়কের দায়িত্ব পান আলকাসের।

এবারের দল বদলের বাজারে এর আগে আরও পাঁচ জনকে দলে ভিড়িয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। তারা হলেন, গোলরক্ষক ইয়াসপার সিলেসেন, দুই ডিফেন্ডার লুকাস দিনিয়ে ও স্যামুয়েল উমতিতি এবং দুই মিডফিল্ডার দেনিস সুয়ারেস ও আন্দ্রে গোমেস।