মেসির প্রেরণা নিয়ে কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা কোচের

অবসর ভেঙে ফেরা লিওনেল মেসি জাতীয় দলের হয়ে খেলতে এখনও ‘খুবই অনুপ্রাণিত’ বলে মনে করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 10:06 AM
Updated : 30 August 2016, 10:06 AM

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ বাউসার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনা এই তারকা ফরোয়ার্ড।

অগাস্টের শুরুতে জাতীয় দলের দায়িত্ব পাওয়া বাউসা জানান, দেশকে প্রতিনিধিত্ব করার বিষয়ে মেসির ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে তার কোনো সন্দেহ নেই।

“আমাদের আলোচনার সময় মেসি দেখিয়েছে যে, সে খুবই অনুপ্রাণিত। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম।”

মেসির ফেরার ঘোষণার পরেই তাকে নিয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউসা।

বর্তমানে মেসি হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছে বলে সোমবার এক বিবৃতিতে জানায় বার্সেলোনা। তারপরও অবশ্য জাতীয় দলে যোগ দেবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। চোটের অবস্থা বুঝে মেসির খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু মেসির চোট গুরুতর হলে শেষ পর্যন্ত হয়তো দলের সেরা তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পরিকল্পনা সাজাতে হবে কোচকে।

আগামী ২ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলবে আর্জেন্টিনা। পরে ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৩। দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের পয়েন্টও ১‌৩। চিলি ও কলম্বিয়ার পয়েন্ট সমান ১০, তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ চিলি।

ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।