শততম জয়ে ইতিবাচক বার্সা কোচ

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কষ্টের জয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন লুইস এনরিকে। এই জয় দলকে শক্তিশালী করবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 11:18 AM
Updated : 29 August 2016, 11:18 AM

আথলেতিকের মাঠ সান মামেস থেকে গত রোববার ইভান রাকিতিচের একমাত্র গোলে লা লিগার ম্যাচটি জিতে আসে বার্সেলোনা। 

২০১৪ সালের মে মাসে বার্সেলোনার দায়িত্ব নেওয়া এনরিকে ১২৬তম ম্যাচে জয়ের শতক পূর্ণ করলেন।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “এই মাপের একটি দলের বিপক্ষে এমন ফলে আমি খুব খুশি। এটা এমন একটা ফল যা আমাদের শক্তিশালী করে এবং আমরা অতি মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছি।”
আথলেতিকের বিপক্ষে যেন গোলের সুযোগ নষ্ট করার মহড়ায় মেতে উঠেছিলেন আগের ম্যাচে রিয়াল বেতিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেওয়া বার্সেলোনার খেলোয়াড়রা। কাতালান ক্লাবটির কোচ অবশ্য আথলেতিকের খেলারও প্রশংসা করেন।

“আমরা শুরুর দিকে ভুল করেছি; কিন্তু আমাদের বিবেচনা করতে হবে এগুলো আমাদের ভুল ছিল নাকি আমাদের প্রতিপক্ষের সাফল্যের ফল ছিল। দ্বিতীয়ার্ধের প্রথম ৩০ মিনিট ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি কিন্তু আথলেতিক এটাকে আঁটসাঁট একটি ম্যাচে পরিণত করেছে এবং আমরা তাদের শেষ করে দিতে পারিনি।”