বিশ্বকাপে দল বাড়তে পারে: ফিফা সভাপতি

ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপ ৪০ দল নিয়ে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 04:21 PM
Updated : 28 August 2016, 04:21 PM

আগের চেয়ে বড় পরিসরে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজন সফল হওয়াতেই বিশ্বকাপেও দল বাড়ানোর ভাবনা ফিফা প্রধানের।

গত জুন-জুলাইয়ে হওয়া সবশেষ ইউরোয় ২৪ দল খেলে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ এই আসরে আগে খেলত ১৬টি দল।

সুইজারল্যান্ডের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে দল ৩২টি থেকে বাড়ানোর সম্ভাবনা প্রসঙ্গে কথা বলেন ইনফান্তিনো।

“একটি বিশ্বকাপ আজ আর শুধু ফুটবল খেলা নয়, মানুষের জন্য (বিশেষ) কিছু।”

“আইসল্যান্ড, ওয়েলস, আলবেনিয়া অথবা হাঙ্গেরির মানুষদের দিকে তাকান। ফুটবলের এই উন্নাদন অসাধারণ ব্যাপার। এই দেশগুলোতে যা হচ্ছে, তা নিয়ে আপনাকে গর্ববোধ করতেই হবে।”

“বিশ্বকাপ ৩২ থেকে ৪০ দলে নিয়ে যাওয়া বড় ব্যাপার। কিন্তু বিশ্বে ফুটবলের উন্নতিতে এটা করা ফিফার লক্ষ্য।”