ক্লাবের আবদারে পেছাল লিগ

জাতীয় দলের ভুটান ম্যাচ শেষে ৮ সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব। কিন্তু ক্লাবগুলোর আবেদনে সাড়া দিয়ে ঢাকা পর্ব পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 03:27 PM
Updated : 28 August 2016, 03:27 PM

শেখ জামাল, মোহামেডান, আরামবাগ, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন-এই পাঁচ ক্লাব ঢাকা পর্ব পেছানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল। রোববার পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয় ৮ সেপ্টেম্বরের বদলে ১৯ সেপ্টেম্বর থেকে শুরুর।
 
সিদ্ধান্ত নিয়ে পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, “ক্লাবগুলোর দাবির কারণে লিগ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আসলে সবার সম্মতিতে নেওয়া হয়েছে।”
 
“ক্লাবগুলো বলেছে, ঈদের আগে লিগ হলে খেলোয়াড়দের বাড়ি যাওয়া-ফেরার সমস্যা হবে। ঈদের পরে ফিরলেও গুছিয়ে নেওয়ার ব্যাপারস্যাপার আছে। এ কারণেই লিগ পেছানো।” 
 
লিগ শুরুর আগেই ক্লাবগুলোর দাবি-দাওয়া মেনে নিয়ে চলতি লিগের ভেন্যু কমিয়ে ছয় থেকে চারে নামিয়ে এনেছিল পেশাদার লিগ কমিটি। এবার ছয় রাউন্ড খেলা হওয়ার পর লিগ পেছাল তারা।