মিলিক-কায়েহনের জোড়া গোলে নাপোলির জয়

ড্র দিয়ে সেরি আ অভিযান শুরু করা নাপোলি দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে। আর্কাদিউস মিলিক ও হোসে কায়েহনের জোড়া গোলে এসি মিলানকে ৪-২ গোলে হারিয়েছে গত মৌসুমের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 08:28 AM
Updated : 28 August 2016, 10:06 AM

নিজেদের মাঠে গত শনিবার অষ্টাদশ মিনিটে দলকে এগিয়ে দেন মিলিক। নাপোলির হয়ে এটাই পোল্যান্ডের এই ফরোয়ার্ডের প্রথম গোল। ৩৩তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে গোল দুটি শোধ করে দেয় এর আগে সবশেষ ৬ ম্যাচে নাপোলির মাঠে জিততে না পারা মিলান।

৫১তম মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এম'বায়ে নিয়াং। আর ৫৫তম মিনিটে দলকে সমতায় ফেরান স্পেনের মিডফিল্ডার সুসো।

ড্রিস মের্টেন্সের পাস থেকে খুব কাছ থেকে গোল করে ৭৪তম মিনিটে নাপোলিকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড কায়েহন।

পরের মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিলানের মিডফিল্ডার ইউরাজ কুসকাকে। ৮৭তম মিনিটে লাল কার্ড দেখেন মিলানের গোলদাতা নিয়াং।

যোগ করা সময়ে আরও একটি গোল করে নাপোলিকে দারুণ এক জয় এনে দেন কায়েহন।

এ মৌসুমে সেরি আতে নিজেদের প্রথম ম্যাচে পেসকারার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নাপোলি।