চেলসির টানা তৃতীয় জয়

প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে চেলসি। নবাগত বার্নলির বিপক্ষে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে সহজেই ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 04:09 PM
Updated : 27 August 2016, 04:20 PM

প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জেতার পর গত সপ্তাহে ওয়াটফোর্ডকেও একই ব্যবধানে হারায় চেলসি। 

শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এডেন হ্যাজার্ডের অসাধারণ নৈপুণ্যে শুরুতেই এগিয়ে যায় চেলসি। নবম মিনিটে অনেকটা দূর থেকে বল পায়ে দ্রুত ছুটে ডি বক্সের বাইরে একটু আড়াআড়ি দৌড়ে এক জনকে এড়িয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

লিগে শেষ আট ম্যাচে হ্যাজার্ডের এটা ষষ্ঠ গোল, যেখানে আগের ৪৪ ম্যাচে করেছিলেন মাত্র ৬টি।

এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে গড়ে তোলা সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা চেলসি ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। দিয়েগো কস্তার পাস ধরে ডান দিক থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।

৮৯তম মিনিটে ডান দিক থেকে বদলি নামা পেদ্রোর আড়াআড়ি পাস ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জয় নিশ্চিত করেন আরেক বদলি মিডফিল্ডার নাইজেরিয়ার ভিক্তর মোজেজ।

আরেক ম্যাচে ওয়ার্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী আর্সেনাল। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের ১-১ গোলে ড্র করেছে।

৩ ম্যাচের সবকটিতে জেতা চেলসির পয়েন্ট ৯।

দিনের আরেক ম্যাচে স্টোক সিটিকে একমাত্র গোলে হারানো এভারটনের পয়েন্ট ৭।

একটি ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬।

টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫। আর্সেনালের পয়েন্ট ৪।

নবম স্থানে থাকা লেস্টার ও দশম স্থানে থাকা লিভারুপলের পয়েন্টও ৪; তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।