ইরানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের মেয়েদের

গত বারের হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ইরানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 02:07 PM
Updated : 27 August 2016, 02:21 PM

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচে দ্বিতীয়ার্ধে মার্জিয়া, মৌসুমী জাহান ও তহুরা খাতুন গোল তিনটি করেন। 
 
গত বার বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরানের কাছে ২-১ গোলে হেরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শুরু থেকে ইরানের রক্ষণে একের পর এক আক্রমণের ঝড় তোলে মেয়েরা। কিন্তু নিজেদের ব্যর্থতায় আর দুর্ভাগ্যের ফেরে প্রথমার্ধে গোল পাওয়া হয়নি তাদের।
 
দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্না ডান দিক দিয়ে বক্সে ঢুকে সহজ সুযোগ নষ্ট করেন বাইরে মেরে। পাঁচ মিনিট পর মার্জিয়ার ফ্রি-কিকের পর মারিয়া মান্ডার শট ক্রসবারে লাগে।
 

চাপ ধরে রেখে অষ্টাদশ মিনিটে আরেকটি সুযোগ আসে। তবে এবার মারিয়ার শট গোললাইন থেকে ফেরান ইরানের এক খেলোয়াড়।
২৯তম মিনিটে সানজিদার ক্রসে স্বপ্না ঠিকঠাক মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে স্বাগতিকদের হতাশা আরও বাড়ে। প্রথমার্ধে বাংলাদেশের অর্ধে বল বলতে গেলে আসেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের মধ্যে মারিয়ার শট গোলরক্ষক ফিস্ট করে ফেরালে বাংলাদেশের আরেকটি সুযোগও নষ্ট হয়। 
৬৩তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। মারিয়ার শট ফেরত এলে মার্জিয়ার জোরাল ফিরতি শটে বল জালে জড়ায়।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। স্বপ্নার ক্রস ধরে সানজিদার বাড়ানো বলে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন মৌসুমী জাহান।
তহুরা খাতুন ও মার্জিয়া সুযোগ নষ্ট করার পর ৮৫তম মিনিটে মনিকার ক্রসে তহুরার হেডে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
আগামী সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 
শনিবার প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারায় চাইনিজ তাইপে। আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ২-২ ড্র করে সংযুক্ত আরব আমিরাত।