টটেনহ্যামের মাঠে লিভারপুলের ড্র

টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল লিভারপুল। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ১ পয়েন্ট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 01:42 PM
Updated : 27 August 2016, 02:00 PM

লন্ডনের হোয়াইট হার্ট লেনে শনিবার দুপুরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রধমার্ধের শেষ দিকে জেমস মিলনারের সফল স্পটকিকে এগিয়ে যায় লিভারপুল। ৪২তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোকে এরিক লামেলা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো; তবে ক্যামেরুনের ডিফেন্ডার জোয়েল মাতিপের হেড ক্রসবারে লাগে।

৫৫তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে কাছ থেকে বল জালে জড়ালে মুহূর্তের জন্য ব্যবধান বাড়ানোর উল্লাসে মাতে স্বাগতিক সমর্থকরা। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজান।

এরপর লিভারপুলের রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ায় টটেনহ্যাম। পরের ১৫ মিনিটে দারুণ তিনটি আক্রমণ করে তারা। কিন্তু গোলরক্ষক সিমোন মিগনোলেতের বাঁধা এড়াতে পারেনি।

তবে বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে বেলজিয়ান এই গোলরক্ষক। ৭২তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার লামেলার হেড থেকে বল পেয়ে কোনাকুনি শটে তাকে পরাস্ত করেন ইংলিশ ডিফেন্ডার ড্যানি রোজ।

এখন পর্যন্ত অপরাজিত টটেনহ্যামের ৩ ম্যাচে পয়েন্ট ৫। সমান ম্যাচে লিভারপুলের ৪।

আর্সেনালের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে লিগ শুরু করা লিভারপুল গত সপ্তাহে নবাগত বার্নলির মাঠে হেরে গিয়েছিল।

আর নিজেদের প্রথম ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে একমাত্র গোলে হারিয়েছিল।