ইন্টার মিলানে যাচ্ছেন ব্রাজিলের ‘গাবিগোল’

ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসা ইন্টার মিলানে যোগ দিতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 03:19 PM
Updated : 26 August 2016, 03:19 PM

ইতালির ক্লাবটি নিশ্চিত করেছে যে, ‘গাবিগোল’ নামে পরিচিত সান্তোসের এই খেলোয়াড়কে দলে নিতে যাচ্ছে তারা। ১৯ বছর বয়সী উঠতি এই তারকা এরই মধ্যে মিলানে পৌঁছেছেন।

বেশ কিছু দিন ধরে বারবোসার বার্সেলোনা বা ইংল্যান্ডের কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে খবর আসছিল। তবে শুক্রবার ইন্টার কর্তৃপক্ষ টুইটারে জানায়, সান্তোসের এই খেলোয়াড়কে দলে নেয়ার দ্বারপ্রান্তে তারা।

পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মারিওকেও কিনতে যাচ্ছে ইতালির অন্যতম সফল ক্লাবটি।

এ প্রসঙ্গে ইন্টার টুইটারে লিখেছে, “গাবিগোল মিলানে পৌঁছেছে। জোয়াও মারিও পথে আছে।”

ইতালির গণমাধ্যমের খবর, এই দুই জনকে কিনতে ইন্টারের ৭ কোটি ইউরোর বেশি খরচ হবে। এর মধ্যে মারিওর মূল্য সাড়ে চার কোটি ইউরো।

সম্প্রতি শেষ হওয়া রিও দে জেনেইরো অলিম্পিকে ফুটবলে ব্রাজিলের সোনা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বারবোসার। সবকটি ম্যাচেই খেলেন তিনি।

আর গত জুন-জুলাইয়ে পর্তুগালের ইউরো জয়ের পথে সাত ম্যাচের সবকটিতেই খেলেন ২৩ বছর বয়সী স্পোর্তিংয়ের খেলোয়াড় মারিও।