শীর্ষ চার লিগের ৪টি করে দল যাবে চ্যাম্পিয়ন্স লিগে

চ্যাম্পিয়ন্স লিগের দল নির্বাচনের নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ২০১৮-১৯ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ চারটি ঘরোয়া লিগের চারটি করে দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে সরাসরি জায়গা পাবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 12:23 PM
Updated : 26 August 2016, 12:24 PM

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার র‌্যাংকিং অনুযায়ী বর্তমানের সেরা চারটি ঘরোয়া লিগ স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও ইতালির।

বর্তমান নিয়ম অনুয়ায়ী, ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের তিনটি করে দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। লিগের চতুর্থ স্থানে থাকা দলটিকে প্লে-অফে জিতে আসতে হয়।

অন্যদিকে, ইতালির দুটি দল সরাসরি সুযোগ পায়। তৃতীয় স্থানের দলটিকে খেলতে হয় প্লে-অফ।

চ্যাম্পিয়ন্স লিগের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, নতুন নিয়মে ইউরোপা লিগ জয়ী দলও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে।