মেসির ফেরা নিয়ে প্রশ্ন মারাদোনার

লিওনেল মেসির অবসর নেওয়া আর এর কয়েক সপ্তাহ পর আবার সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফেরার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আর্জেন্টিনার সাবেক কোচ ও অধিনায়ক দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 03:44 PM
Updated : 25 August 2016, 03:44 PM

গত জুনের শেষ সপ্তাহে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার কদিন পর কোচের পদ থেকে পদত্যাগ করেন জেরার্দো মার্তিনো। তার জায়গায় দায়িত্ব পান এদগার্দে বাউসা।

দায়িত্ব পেয়েই বাউসা জানিয়েছিলেন, সময়ের সেরা তারকা মেসিকে ফেরানোই তার প্রথম লক্ষ্য। এর জন্য বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে কথাও বলেন তিনি। এর পরই মেসি তার সিদ্ধান্ত বদলান।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মারাদোনা বলেন, ব্যর্থতা ঢাকতেও মেসি তখন অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

“আমি জানি না, আমাদের টানা তিনটি ফাইনালে হেরে যাওয়ার ঘটনা ভুলিয়ে দিতে মেসির অবসর সাজানো ছিল কিনা।”

“ছেলেটা প্রথম বলেছে যে সে বিদায় নেবে এবং এর পর পিছিয়ে আসল এবং মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মন পরিবর্তন করল।”