বার্সায় আয়াক্সের গোলরক্ষক সিলেসেন

আয়াক্স আমস্টারডাম থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন নেদারল্যান্ডসের গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 12:54 PM
Updated : 25 August 2016, 03:22 PM

গত মৌসুমে ঘরোয়া ডাবল জেতা কাতালান ক্লাবটি জানায়, ২৭ বছর বয়সী সিলেসেনের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে তারা। 

নেদারল্যান্ডসের হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা এই গোলরক্ষককে পেতে আপাতত ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ হচ্ছে। পরে আরও ২০ লাখ ইউরো এর সঙ্গে যোগ হবে।

সিলেসেনের বাই আউট ক্লজ ধরা হয়েছে ৬ কোটি ইউরো।

ক্লাওদিও ব্রাভো বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাতে পারেন। তার বিকল্প হিসেবেই সিলেসেনকে দলে ভিড়িয়েছে লুইস এনরিকের দল। বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পেতে সিলেসেনকে মূলত মার্ক-আন্ড্রে টের স্টেগেনের সঙ্গে লড়াই করতে হবে।  
সিলেসেনকে নিয়ে এই গ্রীষ্মে পাঁচজন খেলোয়াড় নিল বার্সেলোনা। এর আগে তারা দেনিস সুয়ারেস, লুকাস দিনিয়ে, স্যামুয়েল উমতিতি ও আন্দ্রে গোমেসকে দলে নেয়।