রোনালদোর কাছে গ্রিজমানের চেয়ে এগিয়ে পেপে

অঁতোয়ান গ্রিজমানের নয়, ২০১৬ ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার পেপের প্রাপ্য ছিল বলে মনে করেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:18 PM
Updated : 24 August 2016, 02:18 PM

গত ১০ জুলাই স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতে পর্তুগাল। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেন দেশটির ডিফেন্ডার পেপে।

৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ফ্রান্সের গ্রিজমান। সতীর্থদের দুটি গোলে সহায়তাও করেন তিনি। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের জুটি রোনালদো আর গ্যারেথ বেলের সঙ্গে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন গ্রিজমান।

উয়েফা ডটকমকে রোনালদো বলেন, “আমার মতে, পেপে এই বছর অসাধারণ ছিল। এটা সম্ভবত তার সেরা মৌসুম ছিল। সন্দেহাতীতভাবে সে (ইউরোতে) পর্তুগালের সেরা খেলোয়াড় ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের অন্যতম সেরা ছিল।”

“সে ইউরোর টুর্নামেন্ট সেরা দলে থাকায় আমি আনন্দিত। আমার মতে পেপে ইউরোর সেরা খেলোয়াড় ছিল।”