বাক্কার হ্যাটট্রিকে মিলানের নাটকীয় জয়, নাপোলির হোঁচট

কার্লোস বাক্কার হ্যাটট্রিকে ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা শেষ মুহূর্তে একটি স্পটকিক ঠেকিয়ে দেওয়ায় নাটকীয় জয়ে মৌসুম শুরু করেছে এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 03:32 PM
Updated : 22 August 2016, 03:33 PM

তবে হেরে গেছে ইন্টার মিলান, হোঁচট খেয়েছে নাপোলি।

সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে তোরিনোকে ৩-২ গোলে হারিয়েছে গত আসরে সপ্তম হওয়া এসি মিলান।

রোববার রাতে ঘরের মাঠ সান সিরোয় ৩৮তম মিনিটে মিলানকে এগিয়ে দেন বাক্কা। দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে ইতালির ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তি তোরিনোকে সমতায় ফেরান।

দুই মিনিট পর মিলানকে ফের এগিয়ে দেন বাক্কা। আর ৬২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান আরও বাড়ান কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

ফাইল ছবি

তবে যোগ করা সময়ে ইতালিয়ান মিডফিল্ডার দানিয়েলে বাসেল্লি ব্যবধান কমালে জমে ওঠে লড়াই।

কিছুক্ষণ পর তোরিনোর প্রথম গোলদাতা বেলোত্তিকে মিলানের ডিফেন্ডার আলেয়ান্দ্রো পালেত্তা নিজেদের ডি বক্সে জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। একই সঙ্গে পালেত্তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বের করে দেন।

কিন্তু সমতায় ফেরার মোক্ষম সুযোগটি কাজে লাগাতে পারেনি তোরিনো; বেলোত্তির স্পটকিক ঠেকিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান দোন্নারুম্মা।

দিনের অন্য ম্যাচে নবাগত দল পেসকারার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নাপোলি।

আরেক ম্যাচে গত আসরে চতুর্থ হওয়া ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে কিয়েভো।