বক্সিংয়ে উজবেকিস্তানের দিন

রিও অলিম্পিকের শেষ দিনে বক্সিং থেকে দুটি সোনা পেয়েছে উজবেকিস্তান। সব মিলিয়ে বক্সিং রিং থেকে তিনটি সোনার পদক পেল মধ্য এশিয়ার দেশটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 09:15 AM
Updated : 22 August 2016, 09:21 AM

ফ্লাইওয়েটে সেরা উজবেকিস্তানের জোইরভ

রাশিয়ার মিখাইল আলোয়ানকে হারিয়ে ছেলেদের ফ্লাইওয়েট বক্সিংয়ের শিরোপা জিতেছেন উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভ।

তিন বিচারকের সর্বসম্মতভাবে ২৩ বছর বয়সী জোইরভ জয়ী হন।

আলোয়ান গত অলিম্পিকে পেয়েছিলেন ব্রোঞ্জ।

লাইট-ওয়েল্টারওয়েটে সেনা গাইবনাজারভের

ছেলেদের লাইট-ওয়েল্টারওয়েটে আজারবাইজানের কিউবায় জন্ম নেওয়া বক্সার লরেন্সো সোতোমায়রকে হারিয়ে উজবেকিস্তানকে বক্সিংয়ের তৃতীয় সোনা এনে দেন ফাজলিদ্দিন গাইবনাজারভ।

তিন জন বিচারকের মধ্যে দুইজনের সিদ্ধান্ত গাইবনাজারভের পক্ষে যায়।

রাশিয়ার ভিতালি দুনায়েতসেভ ও জার্মানির আর্টেম হারুটিউনিয়ান ব্রোঞ্জ জেতেন।

শিরোপা ধরে রেখে ইতিহাস শিল্ডসের

নেদার‌ল্যান্ডসের নুচকা ফন্তিনকে হারিয়ে মেয়েদের মিডলওয়েট বিভাগে অলিম্পিক শিরোপা ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের ক্লারেসা শিল্ডস।

২১ বছর বয়সী শিল্ডস তিন বিচারকের কাছেই বেশি পয়েন্ট পান।

পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বক্সার হিসেবে টানা দুটি অলিম্পিকে সোনা জিতলেন শিল্ডস।

প্রেমিকার পর প্রেমিকেরও সোনা

যুক্তরাজ্যের জো জয়েসকে হারিয়ে সুপার-হেভিওয়েটে সোনা জিতেছেন ফ্রান্সের টনি ইয়োকা।

জয়টি প্রেমিকা এসতেল মোসলিকে আলিঙ্গন করে উদযাপন করেন ইয়োকা। মোসলি এর আগে রিওতে সোনা জেতেন মেয়েদের লাইটওয়েট বক্সিংয়ে।