ডাইভিংয়ে আট সোনার সাতটিই চীনের

রিও গেমসে ডাইভিংয়ের শেষ ইভেন্ট ছেলেদের ১০ মিটার প্ল্যাটফর্মে সোনার পদক জিতেছেন চীনের চেন আইশেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 01:09 AM
Updated : 16 Oct 2016, 10:46 AM
এবারই প্রথম অলিম্পিকে অংশ নেওয়া চেনের এটা দ্বিতীয় সোনার পদক। এর আগে ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

সোনার পদক জেতার পথে ৫৮৫.৩০ স্কোর গড়েন চেন। মেক্সিকোর জের্মান সানচেস ৫৩২.৭০ স্কোর করে রুপা এবং লন্ডনে গত অলিম্পিকে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের ডেভিড বৌডিয়া ৫২৫.২৫ স্কোর করে ব্রোঞ্জ জেতেন।

এই ডিসিপ্লিনের আটটি সোনার মধ্যে সাতটিই গেল চীনের দখলে। ছেলে ও মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড, ছেলে ও মেয়েদের ১০ মিটার প্লাটফর্ম, ছেলে ও মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্ম এবং মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে সোনা জেতে চীন। কেবল পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে ব্রোঞ্জ জেতে তারা।