লাফিয়ে ইতিহাস স্পেনের বেইতিয়ার

মেয়েদের হাই জাম্পে সোনা জিতেছেন স্পেনের রুত বেইতিয়া। অলিম্পিকের অ্যাথলেটিক্সে মেয়েদের কোনো ইভেন্টে এটাই দেশটির প্রথম সোনার পদক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 09:13 AM
Updated : 21 August 2016, 09:13 AM

অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সেও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন বেইতিয়া (৩৭)।

বেইতিয়া এথেন্স অলিম্পিকে ১৬তম, বেইজিংয়ে সপ্তম ও লন্ডনে চতুর্থ হয়েছিলেন। তবে বয়সকে জয় করে ঠিকই সর্বোচ্চ সাফল্য পেলেন এই অ্যাথলেট।

বেইতিয়ার মতোই সর্বোচ্চ ১.৯৭ মিটারের বাধা টপকেছেন বুলগেরিয়ার মিরেলা দেমিরেভা, ক্রোয়েশিয়ার ব্লানকা ভ্লাসিচ ও যুক্তরাষ্ট্রের শনটি লৌ। তবে সবচেয়ে কম প্রচেষ্টায় এই উচ্চতা পার হয়েছেন বলে সোনা জেতেন বেইতিয়া।

এত বেশি বয়সেও সোনা জিততে পেরে উচ্ছ্বসিত বেইতিয়া বলেন, “আমি খুশি। কখনও ভাবিনি আমি লন্ডনের পর আবার অলিম্পিকে প্রতিযোগিতা করবো। আমার স্বপ্ন বাস্তব হলো।”

দেমিরেভা রুপা ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাসিচ ব্রোঞ্জ জেতেন।