হ্যাটট্রিক শিরোপা জেতায় চ্যালেঞ্জ দেখছেন বার্সা কোচ

লা লিগার হ্যাটট্রিক শিরোপা অর্জন করাটা সহজ হবে না বলে মনে করেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 01:14 PM
Updated : 19 August 2016, 01:14 PM

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় নিজেদের মাঠ কাম্প নউয়ে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সেলোনা।

শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস নিয়েই বার্সেলোনা লিগ শুরু করবে বলে জানান এনরিকে। তবে তিনি এটাও জানেন, কয়েক মৌসুম ধরে শিরোপা জিততে না পারা বড় দলগুলোও ছেড়ে কথা বলবে না।

“হ্যাঁ, আমরা টানা তৃতীয়বারের মতো এটা জিততে চাই। বার্সার ইতিহাসে এটা খুব বেশিবার ঘটেনি। আমরা অনুপ্রাণিত। এটা সহজ হবে না-কিছু বড় ক্লাব আছে যারা অনেক সময় ধরে শিরোপা জেতেনি এবং আমাদের ধাক্কা দিতে চাইবে।”

লিগে গত ৮ মৌসুমের মধ্যে ছয়বারই শিরোপা জেতে বার্সেলোনা। তবে অতীত সাফল্যের দিকে না তাকিয়ে বর্তমান নিয়েই ভাবছেন এনরিকে।

“শিরোপা জেতা দারুণ। এগুলো এখন অতীত; আমরা এগুলো নিয়ে খুব গর্বিত, কিন্তু পেশাদার ফুটবল বর্তমান আর নিকট ভবিষ্যৎ নিয়ে।”

সেভিয়াকে হারিয়ে গত বুধবার স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা। মৌসুমের প্রথম শিরোপা জিতে খুশি এনরিকে। কিন্তু এখন আরও শিরোপা জেতায় মনোযোগ দিতে চান তিনি।