আবারও বিশ্বের সেরা অ্যাথলেট ইটন

আবারও ‘বিশ্বের সেরা অ্যাথলেট’ খেতাব জিতে নিলেন অ্যাশটন ইটন। অলিম্পিকে ডেকাথলনের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 06:28 AM
Updated : 19 August 2016, 06:28 AM

অলিম্পিক ইতিহাসে তৃতীয় অ্যাথলেট হিসেবে টানা দুটি সোনা জিতলেন ২৮ বছর বয়সী ইটন। রিওতে মেয়েদের হেপটাথলনে ব্রোঞ্জ জিতেছিলেন তার কানাডিয়ান স্ত্রী ব্রিয়ান টাইসেন-ইটন।

১০০ মিটার স্প্রিন্ট, ১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার দৌড়, ১ হাজার ৫০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, জ্যাভেলিন থ্রো, শট পুট ও পোল ভোল্ট – ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই দশটি ডিসিপ্লিন মিলিয়ে পয়েন্টের হিসেবে সেরা নির্ধারণ করা হয়। সোনা জয়ীকে তাই ধরা হয় বিশ্বের সেরা অ্যাথলেট হিসেবে।

পোল ভল্ট ও জ্যাভেলিন থ্রোতে ভালো করে ইটনকে চ্যালেঞ্জ জানানো ফ্রান্সের কেভিন মায়ার পেয়েছেন রুপা।

আর ইটনকে ১০০ মিটার দৌড় আর ১১০ মিটার হার্ডলসে পেছনে ফেলা কানাডার ড্যামিয়েন ওয়ার্নার জিতেছেন ব্রোঞ্জ।

মোট ৮ হাজার ৮৯৩ পয়েন্ট নিয়ে অলিম্পিক রেকর্ড স্পর্শ করেন ইটন। ১০টি ইভেন্টের মধ্যে তিনি লং জাম্প আর ৪০০ মিটার দৌড়ে প্রথম হন। ১০০ মিটার স্প্রিন্ট ও ১১০ মিটার হার্ডলসে ওয়ার্নারের পেছনে থেকে দ্বিতীয় হন তিনি।