৩ হাজার মিটার স্টিপলচেইজে রেকর্ড কিপরুতোর

ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন কেনিয়ার কনসেসলাস কিপরুতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 05:08 PM
Updated : 19 August 2016, 11:57 AM
রিও গেমসের দ্বাদশ দিনে বুধবার ২১ বছর বয়সী কিপরুতো সময় নেন ৮ মিনিট ৩.২৮ সেকেন্ড।

কিপরুতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এতই আগে ছিলেন যে ফিনিশিং লাইনে পৌঁছার অনেক আগে থেকেই উদযাপন করতে ও দর্শকদের উদ্দেশে হাত নাড়তে থাকেন।

পরে সাংবাদিকদের বলেন, “এমনকি রেস শুরুর আগে থেকেই জানতাম যে আমি জিতবো।”

বড় ধরণের প্রতিযোগিতায় এটাই কিপরুতোর প্রথম জয়।

রুপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইভান জ্যাগার। এথেন্সে ২০০৪ সালে ও লন্ডনে গত অলিম্পিকে সোনা জয়ী কেনিয়ার এজেকিয়েল কেমবই পান ব্রোঞ্জ।

তবে ফরাসি দলের আপিলের পর ধরা পরে দৌড়ের সময় ট্র্যাকের বাইরে পা দিয়েছিলেন কেমবই। তাকে ডিসকোয়ালিফাইড করে ব্রোঞ্জ পদক দেওয়া হয় চতুর্থ স্থানে থেকে দৌড় শেষ করা ফ্রান্সের মাহিদিনে মেখিসি বেনাবাদকে।