১১০ মিটার হার্ডলসে সোনা জ্যামাইকার ওমারের

অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে জ্যামাইকাকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন ওমার ম্যাক্লাউড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 03:07 AM
Updated : 17 August 2016, 03:07 AM
গেমসের একাদশ দিনে বাংলাদেশ সময় বুধবার সকালে সোনা জিততে ম্যাক্লাউড সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড।

কিউবায় জন্ম নেওয়া স্পেনের অরল্যান্দো ওর্তেগা ১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ফ্রান্সের দিমিত্রি বাসকু ১৩.২৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।

১৯৮০ সালের মস্কো অলিম্পিক বয়কট করেছিল যু্ক্তরাষ্ট্র। ওই আসর ছাড়া ১২০ বছরের মধ্যে এই প্রথম অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে কোনো পদক পেল না যুক্তরাষ্ট্র।