ডিসকাস থ্রোয়ে রিওতেও সেরা পেরকোভিচ

আরেকটু হলেই হারাতে বসেছিলেন অলিম্পিক শিরোপা। ডিসকাস থ্রোর ফাইনালে ছয়টি প্রচেষ্টার মধ্যে পাঁচটিই হয় তার ফাউল। কেবল তৃতীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় দূরত্বে চাকতি নিক্ষেপ করে টানা দ্বিতীয় আসরে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার সান্দ্রা পেরকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 06:16 PM
Updated : 16 August 2016, 06:16 PM
২৬ বছর বয়সী এই অ্যাথলেটই ফাইনালে ‘হট ফেভারিট’ ছিলেন। ফাইনালের একমাত্র সফল থ্রোতে তিনি চাকতি ছুড়েন ৬৯.২১ মিটার দূরে। আর কেউ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারায় ওই একটা থ্রোই শেষ পর্য্ত যথেষ্ট হয় সোনা জিততে।

ফ্রান্সের ৩৭ বছর বয়সী মেলিনা রবের্ত মিশোঁ ৬৬.৭৩ মিটার দূরে চাকতি ছুড়ে পান ব্রোঞ্জ।

গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়ে সেরা হওয়া কিউবার দেনিয়া কাবাইরো জেতেন ব্রোঞ্জ।