‘নেইমার এগোলেও মেসিই সেরা’

গত দুই বছরে নেইমার বার্সেলোনায় অনেক উন্নতি করেছে বলে মনে করেন রিভালদো। তবে ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ডের কাছে কাতালান ক্লাবটির সেরা খেলোয়াড় এখনও লিওনেল মেসিই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 10:41 AM
Updated : 16 August 2016, 11:24 AM

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর নেইমার দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কোপা দেল রে জেতেন।

ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা বার্সেলোনার সাবেক তারকা রিভালদো ফ্রান্সের পত্রিকা লেকিপকে বলেন, “গত দুই বছরে নেইমার যে উন্নতি করেছে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি সত্যি তা উপভোগ করেছি। ….কিন্তু আমার কাছে লিওনেল মেসি এখনও বার্সার তারকা এবং সেরা খেলোয়াড়।”

ব্রাজিলের হয়ে ১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী রিভালদোর বিশ্বাস এবার তার দেশ অধরা সোনার পদকটা পাবে।

“আমি মনে করি, বর্তমান দলের মান আর নেইমারসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের উপস্থিতির কারণে নিশ্চিতভাবেই পোডিয়ামের শীর্ষে দাঁড়ানোর সত্যিকারের সুযোগ আছে আমাদের।”