খেতাব ধরে রাখলেন রুদিশা

শেষ ল্যাপে দুর্দান্ত দৌড়ে ৮০০ মিটারে সেরার খেতাব ধরে রেখেছেন কেনিয়ার ডেভিড রুদিশা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 03:14 AM
Updated : 16 August 2016, 03:14 AM
এ মৌসুমে সময়টা ভালো যাচ্ছিল না বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডের মালিক রুদিশার। কেনিয়ার অলিম্পিক ট্রায়ালে তৃতীয় হয়েছিলেন তিনি। তবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরেই জ্বলে উঠলেন।

১৯৬৪ সালে নিউ জিল্যান্ডের পিটার স্নেলের পর প্রথম অ্যাথলেট হিসেবে পর পর দুই অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতলেন রুদিশা।

রিও অলিম্পিকের দশম দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে হওয়া এই ইভেন্টে ছয় ফুট তিন ইঞ্চি লম্বা মাসাই দৌড়বিদ শেষ ৩০০ মিটারে দীর্ঘ পদক্ষেপে দৌড়ে সবাইকে ছাড়িয়ে জয় নিশ্চিত করেন। সময় নেন ১ মিনিট ৪২ দশমিক ১৫ সেকেন্ড, যা মৌসুম সেরা।

পরে ২৩ বছর বয়সী রুদিশা সাংবাদিকদের বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত।”

রুপা জেতেন লন্ডন অলিম্পিকে এক হাজার ৫০০ মিটারে সোনা জেতা আলজেরিয়ার তাওফিক মাখলুফি। যুক্তরাষ্ট্রের ক্লেইচন মারফি জেতেন ব্রোঞ্জ।