রেকর্ড দূরত্বে হাতুড়ি ছুড়ে অনিতার সোনা জয়

রিও দে জেনেইরো অলিম্পিকের হ্যামার থ্রোর সোনা জয়ের সঙ্গে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন পোল্যান্ডের অনিতা ভ্লোদারচিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 05:13 PM
Updated : 16 Oct 2016, 11:13 AM
গেমসের দশম দিনে অলিম্পিক স্টেডিয়ামে সর্বোচ্চ ৮২ দশমিক ২৯ মিটার দূরত্বে হাতুড়ি ছোড়েন অনিতা। আগের রেকর্ড (৮১ দশমিক ০৮ মিটার) ছিল ৩১ বছর বয়সী এই অ্যাথলেটেরই। বিশ্বে আর কোনো নারী অ্যাথলেট ৮০ মিটারের বেশি ছুড়তে পারেনি।
৭৬ দশমিক ৭৫ মিটার দূরত্বে হাতুড়ি ছুড়ে রুপা জিতেছেন চীনের ঝ্যাং ওয়েনজু। ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ৭৪ দশমিক ৫৪ মিটার দূরত্বে নিক্ষেপ করে যুক্তরাজ্যের সোফি হিচন পেয়েছেন ব্রোঞ্জ।