তিন লাফে ইতিহাস কাতেরিনের

কলম্বিয়াকে অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্স থেকে প্রথম সোনা এনে দিয়েছেন ট্রিপল জাম্পার কাতেরিনে ইবারগুয়েন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 05:21 AM
Updated : 15 August 2016, 10:51 AM

গেমসের নবম দিনে বাংলাদেশ সময় সোমবার সকালে ১৫.১৭ মিটার অতিক্রম করে মেয়েদের ট্রিপল জাম্পে সেরা হন বিশ্ব চ্যাম্পিয়ন ইবারগুয়েন।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইবারগুয়েনই সোনা জেতার জন্য ‘হট ফেভারিট’ ছিলেন।

সোনা জয়ের পর ৩২ বছর এই অ্যাথলেট বলেন, “এটা অর্জন করা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি খুবই খুশি ও গর্বিত।”

তিন লাফে ১৪.৯৮ মিটার অতিক্রম করে ভেনেজুয়েলার জুলিমার রোহাস রুপা জিতেও ইতিহাস গড়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটি থেকে অ্যাথলেটিক্সে এর আগে কোনো নারী পদক জেতেনি।

লন্ডনে গত অলিম্পিকে সোনা জয়ী কাজাখস্তানের ওলগা রিপাকোভা (১৪.৭৪ মিটার) পেয়েছেন ব্রোঞ্জ।