ম্যারাথন জিতে ইতিহাস জেমিমার

দূরপাল্লার দৌড়ে কেনিয়ার অ্যাথলেটদের আধিপত্য অনেক দিনের। তবে এর আগে অলিম্পিক ম্যারাথনে সোনা জিততে পারেননি আফ্রিকার দেশটির কোনো নারী দৌড়বিদ। রিও গেমসে সেই আক্ষেপ দূর করলেন জেমিমা জেলাগাত সামগং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 03:39 PM
Updated : 14 August 2016, 04:20 PM

রিও গেমসের নবম দিন রোববার ২ ঘণ্টা ২৪ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিতে স্পর্শ করেন জেমিমা।

বাহরাইনের ইউনিস জেপকিরুই কিরওয়া (২ ঘণ্টা ২৪ মিনিট ১৩ সেকেন্ড) রুপা ও ইথিওপিয়ার মারে দিবাবা (২ ঘণ্টা ২৪ মিনিট ৩০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

৩১ বছর বয়সী জেমিমা পুরোটা সময় জুড়েই এগিয়ে থাকা দলের সঙ্গে ছিলেন। আর শেষ কিলোমিটারে এসে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যান তিনি।