জার্মানির বর্ষসেরা বোয়াটেং

ক্লাব সতীর্থ টমাস মুলার-রবের্ত লেভানদোভস্কিকে পেছনে ফেলে জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন জেরোম বোয়াটেং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 01:36 PM
Updated : 14 August 2016, 01:36 PM

২০১৫-১৬ মৌসুমে বায়ার্ন মিউনিখকে ঘরোয়া ডাবল জেতাতে অসাধারণ খেলেন জার্মানির এই ডিফেন্ডার।

১৬৩ ভোট পেয়ে বর্ষসেরা হন বোয়াটেং। তার জাতীয় দল সতীর্থ মুলার পান ৯৫ ভোট। ৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পোল্যান্ডের ফরোয়ার্ড লেভানদোভস্কি।

রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস চতুর্থ (৬৮ ভোট) আর বায়ার্ন ও জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার (৫৪ ভোট) পঞ্চম স্থানে ছিলেন।   

১৯৯৯ সালে লোথার মাথাউসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ২৭ বছর বয়সী বোয়াটেং।

বুন্দেসলিগার খেলোয়াড়দের সঙ্গে এই পুরস্কার পাওয়ার জন্য লড়াই করেন দেশের বাইরে খেলা জার্মানির খেলোয়াড়রাও।

গত মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে যাওয়া পেপ গুয়ার্দিওলাকে পেছনে ফেলে বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন ডার্মস্টাডের ডার্ক সুস্টার।