পড়ে গিয়েও চ্যাম্পিয়ন ফারাহ

দৌড়ের শুরুর দিকে পড়ে গিয়েছিলেন মোহামেদ ফারাহ। উঠে দৌড়ে ঠিকই ধরে রেখেছেন ১০ হাজার মিটার দৌড়ের শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 03:28 AM
Updated : 14 August 2016, 12:11 PM

লন্ডনে গত অলিম্পিকে ৫ হাজার আর ১০ হাজার মিটার দৌড়ে সোনা জেতা ফারাহ এখন তিনটি সোনা জেতা একমাত্র ব্রিটিশ দৌড়বিদ।

রিওতে ৫ হাজার মিটার জিতলে সোমালিয়ায় জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী ফারাহর বিরল ‘ডাবল ডাবল’ হয়ে যাবে। এই কৃতিত্ব আছে কেবল ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি লাস্সে ভিরেনের। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ডাবল জেতার পর ১৯৭৬ সালে মন্ট্রিয়ালে দুটোরই শিরোপা ধরে রেখে অনন্য এই কীর্তি গড়েছিলেন তিনি।

১৬ ল্যাপ বাকি থাকতে পড়ে গিয়ে দমে যাননি ফারাহ। সবার আগে দৌড় শেষ করেন ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড সময় নিয়ে। দৌড় শেষ করতে করতেই দেন তার বিখ্যাত ‘মোবট’ পোজ।

রুপা জেতা কেনিয়ার পল টানুই ফারাহর সঙ্গে তাল মেলাতে পারেননি শেষ ল্যাপে। ইথিওপিয়ার তামিরাত তোলা জেতেন ব্রোঞ্জ।

দৌড় শেষে পড়ে যাওয়ার প্রসঙ্গে ফারাহ বলেন, “আমি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ আপনি এত পরিশ্রম করার পর এক মুহূর্তে সেটা চলে গেল।… কিন্তু আমার এটা পার করতে হতো এবং আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম।”