দ্রুততম মানবী এলেইন টম্পসন

হ্যাটট্রিক শিরোপা জিততে পারলেন না শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। দুই বারের চ্যাম্পিয়ন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টারকে হারিয়ে রিও অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন তারই স্বদেশি এলেইন টম্পসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 03:02 AM
Updated : 19 August 2016, 11:20 AM
রিও গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ২৪ বছর বয়সী টম্পসন সময় নেন ১০.৭১ সেকেন্ড। শুরুতে এগিয়ে থাকা ফ্রেজার-প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়। যুক্তরাষ্ট্রের টরি বোয়ি ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য পদক।

প্রথম হয়ে নিজেই অবাক টম্পসন, “আমি যখন শেষ করলাম এবং আশেপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী তখন বুঝতে পারছিলাম না কিভাবে উদযাপন করবো।”

ফ্রেজার-প্রাইস সাংবাদিকদের জানান, ১০০ মিটারের পদক জ্যামাইকাতেই থাকছে দেখে তিনি সবচেয়ে খুশি।

১০০ মিটারে সোনা আর ব্রোঞ্জ রিও অলিম্পিকে জ্যামাইকার প্রথম পদক।

হেপটাথলনের সোনা বেলজিয়ামের থিয়ামের

গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের জেসিকা এনিস-হিলকে হারিয়ে হেপটাথলনের সোনা জিতেছেন বেলজিয়ামের নাফিসাতু থিয়াম।

হেপটাথলনের সাতটি ডিসিপ্লিনের মধ্যে ছয়টি শেষে ১৪২ পয়েন্ট এগিয়ে ছিলেন থিয়াম, যা দৌড়ের প্রায় ৯ সেকেন্ডের মতো।

চূড়ান্ত ডিসিপ্লিনে ৮০০ মিটার দৌড়ে এনিস-হিল জিতলেও ৭ সেকেন্ডের একটু বেশি সময়ের মধ্যে দৌড় শেষ করেন থিয়াম, যা সোনা জয়ের জন্য যথেষ্ট।

মেয়েদের হেপটাথলনের সাতটি ডিসিপ্লিন ১০০ মিটার হার্ডলস, হাই জাম্প, শট পুট, ২০০ মিটার দৌড়, লং জাম্প, জ্যাভেলিন থ্রো ও ৮০০ মিটার দৌড়।