রিওতে লক্ষ্যের ধারেকাছেও নেই শিরিন

রিও অলিম্পিকে নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যটা পূরণ করতে পারেননি শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি হিটে খারাপ করায় মূল হিটেই উঠতে পারেননি বাংলাদেশের এই দ্রুততম মানবী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 03:51 PM
Updated : 13 August 2016, 04:57 PM

গত এসএ গেমসে ১০০ মিটারে ১১ দশমিক ৯৯ সেকেন্ড শিরিনের নিজের সেরা। রিওতে এ টাইমিংকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ছিল তার। অথচ প্রিলিমিনারি হিটে ১২ দশমিক ৯৯ সেকেন্ড সময় নেন তিনি। আট জনের মধ্যে হন পঞ্চম।

শিরিনের প্রিলিমিনারি হিট থেকে যে দুজন ১০০ মিটারের মূল হিটে অটোমেটিক কোয়ালিফাই করেছেন, তাদের মধ্যে দ্বিতীয়জন ১২ দশমিক ৩৪ সেকেন্ড সময় নেন। এর মানে শিরিন সাফ গেমসের তার টাইমিংটা করতে পারলেও মূল হিটে উঠতেন।

প্রিলিমিনারি হিট থেকে ২৪ জনের মধ্যে ৮ জন মূল হিটে অংশ নেওয়ার টিকেট পেয়েছেন। শিরিন হয়েছেন সপ্তদশ।