হিট থেকে ছিটকে পড়া সাগরের লক্ষ্যপূরণের আনন্দ

বাঘা বাঘা সাঁতারুদের ভিড়ে রিও দে জেনেইরো অলিম্পিকে নিজের লক্ষ্যটা ছোটই রেখেছিলেন মাহফিজুর রহমান সাগর। তবে ৫০ মিটার ফ্রিস্টাইলে হিটে ভালোই সাঁতরেছেন তিনি। ২৩ দশমিক ৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে নিজের সেরা টাইমিং ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যটা ঠিকই পূরণ করেছেন সাগর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 05:08 PM
Updated : 11 August 2016, 05:08 PM

সর্বশেষ এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জেতা সাগরের ৫০ মিটার ফ্রিস্টাইলে জাতীয় পর্যায়ে ২৪ দশমিক ০২ সেকেন্ড ছিল আগের সেরা।

অলিম্পিক অ্যকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রিস্টাইলের ৫ নম্বর হিটে নামেন সাগর। আট জনের মধ্যে পঞ্চম হন ২৩ বছর বয়সী এই সাঁতারু।

সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন সাগর। হিট থেকে সেমি-ফাইনালে উঠেছেন ১৬ জন। এদের মধ্যে শেষ জনের টাইমিং ২২.১০ সেকেন্ড।

লম্বা সময় ধরে থাইল্যান্ডে স্কলারশিপ নিয়ে প্রস্তুতি নেওয়ায় রিওতে নিজের টাইমিং টপকে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন সাগর। প্রস্তুতি ভালো বলে জানালেও থাইল্যান্ডে গিয়ে কাঁধে পাওয়া চোট নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নেওয়া এই সাঁতারু। তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্বোচ্চটুকু নিংড়ে দেবেন রিওর পুলে।

২৪.৪৩ সেকেন্ড কোয়ালিফাইং টাইম নিয়ে রিওতে ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেওয়ার জন্য ওয়াইল্ড কার্ড পান সাগর।

অলিম্পিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে আগামী শুক্রবার পুলে নামবেন বাংলাদেশের সোনিয়া আক্তার টুম্পা।