হিগুয়াইনকে দিবালার সতর্কবার্তা

রেকর্ড ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেওয়া গনসালো হিগুয়াইনের জন্য সেরি আর সফলতম দলে জায়গা পাকা করাটা সহজ হবে না বলে মনে করে ক্লাব সতীর্থ পাওলো দিবালা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 02:55 PM
Updated : 9 August 2016, 03:04 PM

ইতালির ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফার ফি ৯ কোটি ইউরোর বিনিময়ে সম্প্রতি নাপোলি থেকে ইউভেন্তুসে নাম লেখান হিগুয়াইন। সাবেক ক্লাবের হয়ে ২০১৫-১৬ মৌসুমে ৪২ ম্যাচ খেলে মোট ৩৮ গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এর মধ্যে ইতালির শীর্ষ লিগে রেকর্ড ৩৬ গোল করেন তিনি।

গত মৌসুম এমন দুর্দান্ত কাটলেও ইউভেন্তুসের শক্তিশালী স্কোয়াডের প্রথম একাদশে জায়গা পাকা করতে হিগুয়াইনকে কঠিন লড়াই করতে হবে বলে সতর্ক করে দিলেন তারই স্বদেশি দিবালা।

লা গাজ্জেত্তাকে দিবালা বলেন, “আমরা আশা করি, তিনি আমাদের অনেক গোল করতে সাহায্য করবেন এবং লিগে আমাদের সাহায্য করবেন। নিশ্চিতভাবেই ইউভেন্তুসে (দলে জায়গা পাকা করাটা) তার জন্য কঠিন হবে কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক। মারিও (মানজুকিচ) এরই মধ্যে ভালো করছে।”