‘বড় ৬ দল লেস্টারকে গুঁড়িয়ে দিতে চায়’

প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটি আরও সাফল্য পেতে উন্মুখ। তবে প্রতিযোগিতার বড় ছয়টি দল তাদের গুঁড়িয়ে দিতে চাইবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন ক্লাবটির ইতালিয়ান কোচ ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2016, 12:08 PM
Updated : 6 August 2016, 12:08 PM

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, লিভারপুল, টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবকে পেছনে ফেলে নিজেদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা জেতে লেস্টার।

গত মৌসুমে রানার্সআপ হওয়া আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করে রানিয়েরির দল।

নতুন মৌসুমে নিজেদের চাওয়া নিয়ে রানিয়েরি বলেন, “আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এখন আমি ক্ষুধার্ত। আমি কিছু খেতে চাই।”

শিষ্যদের কিভাবে অনুপ্রাণিত করছেন, তাও জানান রানিয়েরি।

“আমি বলেছি, ‘আমি তোমাদের এখন খুব ভালোভাবে জানি। কী অর্জন করেছি তা ভুলে যাও; আমি আরও চাই’।”

“তোমরা আমাকে বলতে পারো না, ‘এটাই আমার সর্বোচ্চ’। আমি গত মৌসুমের সর্বোচ্চর চেয়ে বেশি চাই’।”

তবে গত মৌসুমের সাফল্যের পুনর্মঞ্চায়ন করা সহজ হবে না বলেও মনে করেন লেস্টার কোচ।

“এখন ৬টি বড় দল আছে, যারা শিরোপা জিততে চায়, তারা আমাদের গুঁড়িয়ে দিতে চায়।”