অলিম্পিকে আর্চারিতে শ্যামলীর সাদামাটা শুরু

নিজের সেরা স্কোর রিও দে জেনেইরোর অলিম্পিকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য র‌্যাংকিং রাউন্ডে পূরণ করতে পারেনি বাংলাদেশের তিরন্দাজ শ্যামলী রায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 07:35 PM
Updated : 6 August 2016, 06:22 AM

ব্রাজিলের রিও দে জেনেইরোর সামব্রোদোমোয় শুক্রবার মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর গড়েন শ্যামলী। ২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর তার সেরা।

র‌্যাংকিং রাউন্ডে ৭০ মিটার দূর থেকে ৭২টি তির ছোঁড়েন প্রতিযোগীরা। প্রতিটি তিরে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১০। র‌্যাংকিং রাউন্ডে কেউ বাদ যায় না। এই রাউন্ডে পরের রাউন্ডে কে কার সঙ্গে লড়বে তা ঠিক হয়।

র‌্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হওয়ায় পরের পর্বটা বেশ কঠিনই হবে শ্যামলীর জন্য। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে দ্বাদশ স্থান পাওয়া মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর সঙ্গে তিনি লড়বেন সেরা বত্রিশে ওঠার এলিমিনেশনস রাউন্ডে।

র‌্যাংকিং রাউন্ডে কোরিয়ার মিসুন চই ৬৬৯ স্কোর করে প্রথম হয়েছেন।

এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের পর্দা ওঠার আগেই ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তিরন্দাজ কিম উজিন।

আগের রেকর্ডটিও ছিল দক্ষিণ কোরিয়ার আর্চারের; ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৬৯৯ স্কোর করেছিলেন ইম ডং হিউন।