হিগুয়াইনের সাহসিকতায় মুগ্ধ বুফ্ফন

নাপোলি থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইউভেন্তুসে যোগ দিয়ে গনসালো হিগুয়াইন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে মুগ্ধ তার সতীর্থ গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 03:45 PM
Updated : 4 August 2016, 03:47 PM

ইতালির ফুটবলে ট্রান্সফার ফির (৯ কোটি ইউরো) রেকর্ড গড়ে গত মাসে নাপোলি থেকে তুরিনের ক্লাব ইউভেন্তুসে যোগ দেন হিগুয়াইন। এই আর্জেন্টাইন স্ট্রাইকার দল ছেড়ে যাওয়ায় এমনিতেই অসন্তুষ্ট নাপোলি সমর্থকরা, তারউপর ‘চিরশত্রু’ ক্লাবে তার যাওয়াটাই তাদের খেপিয়ে তুলেছে।

হিগুয়াইনের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসায় বৃহস্পতিবার স্কাই স্পোর্টস ইতালিয়াকে ইউভন্তুসের গোলরক্ষক বুফ্ফন বলেন, “আমি বিশ্বাস করি, একজন খেলোয়াড় যে একম একটা সিদ্ধান্ত নিতে পারে সে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। ঠিক হিগুয়াইনের মতো, যে নাপোলিতে তিন বছরে অনেক গোল করেছে। তার অন্য ঠিকানা বেছে নেওয়ার অধিকার আছে।”

হিগুয়াইনের দল বদলের পর নাপোলির সমর্থকরা তার রেপ্লিকা শার্ট জ্বালিয়েছিল। শুধু এই খেলোয়াড়ের বিরুদ্ধেই নয়, ক্লাবের বিরুদ্ধেও প্রতিবাদ জানায় তারা।

নাপোলির সাবেক কিংবদন্তি তারকা দিয়েগো মারাদোনাও হিগুয়াইনকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত কষ্ট পাওয়ার কথা জানান।

গত মৌসুমে নাপোলির হয়ে সেরি আয় ৩৬ গোল করে ইতালির শীর্ষ এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন হিগুয়াইন।