রজার্স কাপে চ্যাম্পিয়ন জোকোভিচ

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হওয়ার পর প্রথম শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। রজার্স কাপের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষ এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 01:18 PM
Updated : 1 August 2016, 01:20 PM

টরেন্টোতে রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে জেকোভিচ জেতেন ৬-৩, ৭-৫ গেমে। এই নিয়ে নিশিকোরির বিপক্ষে টানা নবম ম্যাচ জিতলেন তিনি।

২৯ বছর বয়সী এই সার্বিয়ান তারকার এ বছরে এটা সপ্তম শিরোপা। গত জুলাইয়ে শেষ হওয়া উইম্বলডনের তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির কাছে হেরে যান ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়।

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের অলিম্পিকের আগে এই জয় নিশ্চিতভাবেই জোকোভিচের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজে দেবে।

রিও দে জেনেইরোর অলিম্পিকে সাফল্যের আশায় জোকোভিচ বলেন, “আমার এটা ব্যাখ্যা করার দরকার নেই যে, প্রত্যেক অ্যাথলেটেরই অলিম্পিকে অংশ হওয়ার স্বপ্ন থাকে। আমি একক ও দ্বৈতে খেলবো। আশা করি, আমি অন্তত একটা পদক পাবো।”

টরেন্টোর এই টুর্নামেন্টের মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন রোমানিয়ার সিমোনা হালেপ।