বার্সার হয়ে রোনালদোর বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় গোমেস

ক্রিস্তিয়ানো রোনালদো ও আন্দ্রে গোমেস- জাতীয় দলে সতীর্থ, কিন্তু ক্লাব ফুটবলে প্রতিপক্ষ। ভালেন্সিয়া ছেড়ে গোমেস এবার বার্সেলোনায় যোগ দেওয়ায় দুজনের মধ্যে লড়াইটা আরও জমে ওঠার অপেক্ষা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 10:52 AM
Updated : 2 August 2016, 08:59 AM

ক্লাবের হয়ে মুখোমুখি লড়াইয়ে ‘শত্রু’ হলেও জাতীয় দলের তরুণ সতীর্থ গোমেসকে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছা জানাতে ভুল করেননি রোনালদো।

এ প্রসঙ্গে গোমেস বলেন, “বার্সেলোনার সঙ্গে আমি চুক্তি সই করার পর আমাকে শুভেচ্ছা জানাতে ক্রিস্তিয়ানো (রোনালদো) ডেকেছিল। তবে মাঠে আমরা প্রতিপক্ষ।”

গত ২১ জুলাই ৩ কোটি ৫০ লাখ ইউরোতে গোমেসকে কেনার ঘোষণা দেয় বার্সেলোনা। ট্রান্সফার ফির অঙ্কটা বেড়ে ৭ কোটি ইউরোও হতে পারে।

বার্সেলোনার হয়ে রোনালদোর বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় থাকলেও লা লিগার অন্য দল ভালেন্সিয়ার হয়ে গত দুই মৌসুমে তিনবারের বর্ষসেরা রোনালদোর বিপেক্ষ খেলার অভিজ্ঞতা আছে গোমেসের।

২৩ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার এখন বর্তমানের অন্যতম সেরা মেসির সঙ্গে খেলার ভাবনায় রোমাঞ্চিত।

“জাতীয় দলে আমি রোনালদোর সঙ্গে খেলেছি, এবার আমি লিওনেল মেসির সঙ্গে খেলার সুবিধা নিতে চাই।”