বার্সা ছেড়ে বেসিকতাসে ব্রাজিলের আদ্রিয়ানো

বার্সেলোনা ছেড়ে তিন বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দিয়েছেন আদ্রিয়ানো কোরেইয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 02:46 PM
Updated : 29 July 2016, 02:46 PM

ব্রাজিলের এই ডিফেন্ডারকে পেতে প্রাথমিকভাবে ৬ লাখ ইউরো খরচ হযেছে বেসিকতাসের। তবে আদ্রিয়ানো থাকা অবস্থায় দলটি চ্যাম্পিয়ন্স লিগে উঠলে ট্রান্সফার ফি বেড়ে ১৭ লাখ ইউরো হবে বলে বার্সেলোনা জানিয়েছে।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ৩১ বছর বয়সী আদ্রিয়ানোকে শুভকামনা জানিয়েছে কাম্প নউ কর্তৃপক্ষ।

২০১০ সালে সেভিয়া থেকে আসার পর বার্সেলোনার হয়ে চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬ শিরোপা জেতেন আদ্রিয়ানো।

কাতালুনিয়া ক্লাবটিতে ৬ বছরের ক্যারিয়ারের অনেকটা সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠলেও শেষ দিকে ছন্দ হারান আদ্রিয়ানো। লুইস এনরিকের অধীনে ২০১৫-১৬ মৌসুমে লা লিগায় মাত্র চার ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পান তিনি।