জার্মান দল থেকে অবসরে শোয়াইনস্টাইগার

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 09:06 AM
Updated : 29 July 2016, 10:00 AM

গত ইউরোর সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ম্যাচটিই দেশের হয়ে শোয়াইনস্টাইগারের ক্যারিয়ারের শেষ লড়াই হয়ে থাকল।

শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

ব্রাজিলে বিশ্বকাপ জেতার স্মৃতিচারণ করে শোয়াইনস্টাইগার বলেন, “আমার ক্যারিয়ারে এর পুনরাবৃত্তি হওয়া সম্ভব নয়। তাই এখানেই এর ইতি টানা উচিত। (বিশ্বকাপ) বাছাইপর্ব ও ২০১৮ বিশ্বকাপে দলের সর্বোচ্চ ভালো কামনা করছি।”

পরে টুইটারে লেখেন, “২০১৪ বিশ্বকাপ জেতাটা ছিল ঐতিহাসিক ও সর্বোচ্চ আবেগের ঘটনা।”

দেশের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ১২০ ম্যাচ খেলা শোয়াইনস্টাইগারের জাতীয় দলে অভিষেক হয় ২০০৪ সালের নভেম্বরে, হাঙ্গেরির বিপক্ষে।

দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলেছেন শোয়ানইনস্টাইগার। জার্মানির ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলাররা হলেন, লোথার মাথাউস (১৫০), মিরোস্লাভ ক্লোসা (১৩৭) ও লুকাস পোডোলস্কি।

দেশের পক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১৫ ম্যাচ খেলার রেকর্ডের অধিকারী শোয়াইনস্টাইগার ২০১৩ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন।