মেরিনার ইয়াংসকে জরিমানা

গ্যালারিতে ভাঙচুরের ঘটনায় হকি লিগ জয়ী মেরিনার ইয়াংসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 02:38 AM
Updated : 26 July 2016, 02:38 AM

ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সোমবারের সভায় মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে এক মৌসুমের জন্য হকি স্টেডিয়ামে নিষিদ্ধ করার হয়েছে।

জরিমানা ও নিষেধাজ্ঞা নিয়ে ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ সাংবাদিকদের বলেন, “গ্যালারি ভাঙচুরের ঘটনায় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মেরিনার্স ক্লাবকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ক্লাবটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তও হয়।”

গত ১ জুলাই মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্রের ম্যাচে সপ্তদশ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। মেরিনার্স সমর্থকরা ভিআইপি গ্যালারিতে ভাঙচুর চালায়।

শেষ পর্যন্ত অবশ্য ঊষাকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছিল মেরিনার্স।