‘১০ কোটি পাউন্ডের যোগ্য নয় পগবা’

ইউভেন্তুসের ফরাসি মিডফিল্ডার পল পগবা ১০ কোটি পাউন্ড দিয়ে কেনার মতো খেলোয়াড় নয় বলে মনে করেন পল স্কোলস। কেবল লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর জন্যই কোনো ক্লাব এই অর্থ খরচ করতে পারে বলে উল্লেখ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 01:45 PM
Updated : 24 July 2016, 03:29 PM

১০ কোটি পাউন্ড খরচ করে ইউভেন্তুস থেকে ইউনাইটেড পগবাকে দলে ভেড়াতে চাইছে বলে শোনা যাচ্ছে, যা হবে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড।

২০১২ সালে বিনা ট্রান্সফার ফিতে ইউনাইটেড থেকে ইউভেন্তুসে নাম লিখিয়েছিলেন পগবা। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারের সামর্থ্যে বিশ্বাস আছে স্কোলসেরও। তবে তার জন্য এত অর্থ খরচ করার পক্ষে নন তিনি।

“সে খুব প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তার সঙ্গে অনেক খেলেছি।”

“তার ব্যাপক উন্নতি হয়েছে; তবু আমি মনে করি না, সে এখনও ১০ কোটি পাউন্ডের খেলোয়াড়। এই অর্থের জন্য আপনার এমন খেলোয়াড় লাগবে যারা রোনালদো বা মেসির মতো এক মৌসুমে ৫০টির বেশি গোল করে।”