চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল লিগের পর্দা উঠছে রোববার

শিরোপাধারী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফেডারেশন কাপের গত আসরের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংস্থার খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নবম আসরের পর্দা উঠছে রোববার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 01:56 PM
Updated : 23 July 2016, 01:56 PM
এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিগের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান লিগ মিশন শুরু করবে আগামী সোমবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষের ম্যাচ দিয়ে। একই দিনে লিগের ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর।

গত আটবার লিগের খেলা রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও এ বছর প্রথম ঢাকাসহ বাইরের আরও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে জেবি বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের ২০১৫-১৬ মৌসুম। আগামী ৩ অগাস্ট পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামে হবে লিগের প্রথম পর্বের ১৮টি খেলা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, খেলার টিকেটের দাম ধরা হয়েছে ৬০ টাকা। এমএ আজিজ স্টেডিয়ামের টিকেট কাউন্টার থেকে দর্শকরা প্রতিদিনের ম্যাচের টিকেট সংগ্রহ করতে পারবেন। একজন দর্শক একটি টিকেট দিয়ে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন। দুই ম্যাচের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন লিগ দিয়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আশাবাদ জানান।

“ক্রিকেট অনেক দূর এগিয়ে গেলেও ফুটবলে আমরা পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পেতে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে। নতুনেরা যেন ফুটবলের দিকে আসে, সে জন্য কাজ করতে হবে।”

নাছির আরও জানান, আগামী কয়েক মাস পর চট্টগ্রামে আবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বিপিএল চট্টগ্রাম পর্বের সাংগঠনিক কমিটির আহবায়ক সৈয়দ শাহবুদ্দিন শামীমসহ বাফুফে ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

চট্টগ্রাম পর্ব শেষের পর ৫ অগাস্ট থেকে শুরু হবে ময়মনসিংহ পর্ব। ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট পর্ব শুরু হবে; তিন ভেন্যু ঘুরে সব শেষ ২৯ সেপ্টেম্বর শুরু হবে ঢাকা পর্ব।