রিয়ালেই থাকতে চান হামেস 

হামেস রদ্রিগেসের দাবি, রিয়াল মাদ্রিদ তার জন্য বড় অঙ্কের প্রস্তাব পেয়েছে। তবে স্পেনের সফলতম ক্লাবটিতেই থেকে যেতে চান কলম্বিয়ার তারকা এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 09:18 AM
Updated : 23 July 2016, 09:18 AM

জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের শুরুর একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না রদ্রিগেস। এ মৌসুমেও তাকে নিয়মিত শুরুর একাদশে খেলানোর নিশ্চয়তা দেননি সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির কোচ। 
 
কলম্বিয়ার এই তারকা অন্য কোথাও চলে যেতে পারেন বলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। ২৫ বছর বয়সী রদ্রিগেসকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির আগ্রহ অনেক বেশি বলেও সংবাদমাধ্যমে খবর আসে। 
 
রদ্রিগেস স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে বলেন, “আমি জায়গা পাওয়ার জন্য লড়াই করব। এটাই আমার স্বপ্ন। আমি রিয়াল মাদ্রিদে থাকব, আমি এখানে সফল হবো।”
 
“আমি জানি যে ক্লাবটি আমার জন্য ৮ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব পেয়েছে, কিন্তু আমি যাচ্ছি না।”
 
২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে অসাধারণ খেলার পর মোনাকো থেকে রদ্রিগেসকে দলে টানে রিয়াল। তবে ধীরে ধীরে রিয়ালে তার ম্যাচ খেলার পরিমান কমতে থাকে। গত মৌসুমে লা লিগায় ২৬টি ম্যাচ খেলেন তিনি।